আবু
ইসহাক-এর জন্মমাস উপলক্ষে শরীয়তপুরে আলোচনা
প্রখ্যাত
কথাসাহিত্যিক আবু ইসহাক-এর জন্মমাস উপলক্ষে শরীয়তপুরে দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত
হয়। সাহিত্য সংগঠন ‘শরীয়তপুর সাহিত্য সংসদ’ এর আয়োজনে গত ২৩ নভেম্বর/২০২৪ শরীয়তপুর
সরকারি কলেজে (বর্তমান- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ)
আলোচনা অনুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন করা হয়।
আলোচনা
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মুরসালিন। কবি ও সাংবাদিক আব্দুল
হালিম ইবনে জালাল এর কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি
ছিলেন উক্ত কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ও কবি মো: ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে
ছিলেন বাংলা একাডেমির সদস্য সৈয়দ নাজমুল আহসান এবং এডুকেশ টাইমস সম্পাদক সফিক
রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লোকজ গবেষক শ্যামসুন্দর দেবনাথ, এ্যাড.
মোদাচ্ছের হোসেন বাবুল, সভাপতি, প্রগতি লেখক সংঘ, শরীয়তপুর, এ্যাড. মুরাদ মুন্সী,
সভাপতি, জাতীয় কবিতা মঞ্চ, শরীয়তপুর, সোহাগ সরকার, সাধারন সম্পাদক, সাখিপুর
সাহিত্য সংসদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: মজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি,
শরীয়তপুর সাহিত্য সংসদ। অনুষ্ঠানটির আয়োজক হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন সুপাস্থ
মিজান, সাধারন সম্পাদক, শরীয়তপুর সাহিত্য সংসদ। এছাড়া আলোচনা ও কবিতা পাঠে আরো
অংশগ্রহণ করেন কবি ও পিপি মির্জা হজরত সাইজী, অর্থনীতির শিক্ষক প্রদ্যুৎ কুমার,
কবি ও কীর্তিনাশার কাব্যের সম্পাদক, খান মেহেদী মিজান, কবি খান নজরুল ইসলাম, কবি
নাসিম জিন্না বালা, কবি আব্দুল করিম বেপারি, কবি জসিম আহমেদ, কবি ও গল্পকার সুলতান
মাহমুদ, কবি ফিরোজ ভুইয়া, কবি রুদ্র রহমান, কবি মুমু হাসান, কবি নাজিমুদ্দিন
তালুকদার, কবি আমেনা সারা, কবি ইনযিহান উদয় নীরব প্রমুখ।
আলোচকগণ
প্রখ্যাত কথাসাহিত্যিক আবু ইসহাক-এর জীবন, কর্ম এবং তাঁর রচিত সাহিত্যের নানা দিক
নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আলোচকগণ তাঁর নিজ জেলা শরীয়তপুরে প্রখ্যাত
কথাসাহিত্যিককে নিয়ে সরকারি কিংবা সামাজিক ও সাংগঠনিকভাবে সেভাবে আলোচনা, জন্ম ও মৃত্যু
দিবস পালিত হয় না বলে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।
#কীর্তিনাশা
অনলাই
ধন্যবাদ প্রিয় কবি-সম্পাদক
উত্তরমুছুনচমৎকার এই আয়োজনের সাথে থাকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম।কিন্তু সময়ের অভাবে যেতে পারিনি।কিন্তু যারা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
উত্তরমুছুন