কবি ইয়াসিন আযীয পেলেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৪

কবি ইয়াসিন আযীয পেলেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৪

 

     ছবি: কবির সৌজন্যে (পেছনের সারিতে বাম থেকে দ্বিতীয়)।

‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন শরীয়তপুরের কৃতি সন্তান সাহিত্যের ছোটোকাগছ ‘কীর্তিনাশার কাব্যে’র নির্বাহী সম্পাদক কবি ইয়াসিন আযীয। ‘দহনকাল’ কাব্যগ্রন্থের জন্য তরুণ লেখক বিভাগে এই সম্মাননা পান তিনি। এখানে উল্লেখ্য যে এবারের একুশে গ্রন্থমেলা ২০২৪-এ অনন্যা প্রকাশনী থেকে দহনকাল প্রকাশিত হয়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদাসহ মোট নয়জনকে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য এবারের ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়েছে। গত ২০ মার্চ ২০২৪ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, উত্তরীয়, নগদ অর্থসহ অন্যান্য উপহারসামগ্রী প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি তেজগাঁও, ঢাকার চ্যানেল আই কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার করা হয়। চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ঢাকা ব্যাংক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের মাঝে সম্মাননাস্মারক ও অর্থ পুরস্কার তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, ছড়াকার ও শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম প্রমুখ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, সাহিত্যকর্মকে আরও বেশি অনুপ্রেরণা দিতে এই ধরণের সাহিত্য পুরস্কার সবাইকে উৎসাহিত করবে।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন